বিএসএমএমইউ চিকিৎসকদের হ্যান্ড স্যানিটাইজার দিল ইউডা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৩ মার্চ ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার বিভাগের চিকিৎসকদের হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)।

চিকিৎসকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ইউডার ফার্মেসি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়ন ও ল্যাবে তৈরি এসব হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব হ্যান্ড স্যানিটাইজারগুলো চিকিৎসকদের পক্ষ থেকে গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজিব খান, রেজিস্ট্রার ড. ইফাদ চৌধুরী, ফার্মেসি অনুষদের রেজিস্ট্রার ড. আতিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইসলাম, মনির চৌধুরী, নাজমুস সাদাত, বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাদেক আহম্মেদ সৈকত ও ফার্মেসি অনুষদের ছাত্র-ছাত্রীরা।

লিভার বিভাগের চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন- লিভার বিশেষজ্ঞ নোয়াখালীর আব্দুর রহিম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আব্দুর রহিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম (ডিউ) ও ডা. দুলাল চন্দ্র দাস।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।