করোনা : নিম্ন আয়ের মানুষদের ভাসানচরে যাওয়ার সুযোগ
করোনাভাইরাস সংক্রমণের কারণে নিম্ন আয়ের মানুষ শহরে জীবন-যাপনে অক্ষম হলে ভাসানচরে তাদের জন্য আবাসন ও জীবিকা নির্বাহের সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের বিস্তৃতিরোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ প্রধানমন্ত্রীর ১০টি সিদ্ধান্ত জানানো হয়।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের কোনো ব্যক্তি শহরে জীবন-যাপনে অক্ষম হলে সরকার তাকে ঘরে ফেরা কর্মসূচির অধীনে নিজ গ্রামে বা ঘরে প্রয়োজনীয় সহায়তা প্রদানের ঘোষণা করছে। জেলা প্রশাসকরা এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
তিনি বলেন, ‘সরকার ভাসানচরে এ লক্ষ্যে মানুষের জন্য পর্যাপ্ত আবাসন ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছে। সেই সঙ্গে আগ্রহী ব্যক্তিদের সরকার এ সুযোগ গ্রহণে আহ্বান জানাচ্ছে। ভাসানচরের সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদের স্বনির্ভর করে তোলার জন্য পর্যাপ্তসংখ্যক ব্যক্তিকে সেখানে পাঠানোর জন্য সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হলো।’
করোনাভাইরাসজনিত কার্যক্রম বাস্তবায়নের কারণে দরিদ্র জনগোষ্ঠীর আয়-অন্নসংস্থানে অসুবিধা নিরসনে জেলা প্রশাসকদের খাদ্য ও আর্থিক সাহায্য দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানা খন্দকার আনোয়ারুল ইসলাম।
আরএমএম/জেএইচ/এমএস