১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে ‘উৎসর্গ’
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করছে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ। অলাভজনক এ প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহে থেকে ঢাকাসহ সারাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে।
‘উৎসর্গ’ হাসপাতাল-গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের স্যানিটাইজার বিতরণ করছে। এমনকি পথশিশুদেরও তারা এ হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করছে।
প্রতিষ্ঠানটির সভাপতি ইমরুল কায়েসের তত্ত্বাবধানে উৎসর্গ নিজ উদ্যোগে এ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে।
উৎসর্গ এর কর্মকর্তা মোস্তাফিজ মঙ্গলবার জাগো নিউজকে বলেন, ‘দুয়েকদিন আগে শুরু হওয়া আমাদের এ জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ আমরা অব্যাহত রাখবো। দেশের জেলা-উপজেলা পর্যায়েও আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো।’
উৎসর্গ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অ্যালকোহল’ থাকার কারণে হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ডরাবগুলো অতি মাত্রায় দাহ্য। সুতরাং খেয়াল রাখতে হবে, হাতে হ্যান্ড স্যানিটাইজার/হ্যান্ডরাব/হেক্সিসল জাতীয় দ্রব্য মেখে সঙ্গে সঙ্গে আগুনের কাছে যাওয়া বিপজ্জনক।
তারা বলছে, হ্যান্ড স্যানিটাইজার/হ্যান্ডরাব/হেক্সিসল জাতীয় দ্রব্য ব্যবহার করার পর হাতে হাত ঘষে ভালো করে শুকিয়ে নিন।
এসএইচএস/পিআর