কারওয়ান বাজারে ওয়াসার হাত ধোয়া কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৫ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া বেশ কার্যকর। এই অবস্থায় করোনা প্রতিরোধে হাত ধোয়া কর্মসূচি শুরু করেছে ঢাকা ওয়াসা। কয়েক দিন ধরে এ কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ওয়াসা ভবনের সামনের দুই পাশে একটি করে পানির ট্যাংকি এবং একটি করে বেসিন বসানো হয়েছে। তাতে পানি ও সাবানের ব্যবস্থা করা হয়েছে। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হাত অপরিষ্কার মনে করলে মানুষজন সেখানে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, কারওয়ান বাজারের বিভিন্ন জায়গায় হাত ধোয়ার এ ব্যবস্থা করেছে ওয়াসা।

Karoan-Bazar-2.jpg

হাত ধোয়ার পর মো. সোহেল নামে এক ব্যক্তি জানান, ওয়াসা কারওয়ান বাজারের কিছু জায়গায় এ ব্যবস্থা করেছে। ঢাকা ওয়াসা যত জায়গাজুড়ে কাজ করে, সব জায়গায় এভাবে হাত ধোয়ার ব্যবস্থা করলে ভালো হতো। যারা বাইরে কাজ করেন কিংবা নানা কারণে হাত অপরিষ্কার হয়ে যায়, তারা দ্রুততার সঙ্গে হাত পরিষ্কার করতে পারবেন। এতে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যাবে। শুধু ঢাকা নয়, সারাদেশে এভাবে হাত ধোয়ার ব্যবস্থা করা গেলে করোনা মোকাবিলায় এই হাত ধোয়া কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে বুধবার সর্বশেষ সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে করোনাভাইরাসে আরও একজন মারা গেছেন। ফলে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। অন্যদিকে নতুন করে কেউ আক্রান্ত হননি, তাই আক্রান্তের সংখ্যা ৩৯-ই আছে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন সাতজন।

পিডি/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।