করোনার নমুনা পরীক্ষায় তিন প্রতিষ্ঠানে পিসিআর মেশিন স্থাপিত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৫ মার্চ ২০২০

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করার জন্য রাজধানী ঢাকা ও চট্টগ্রামের তিনটি প্রতিষ্ঠানে পলিমার চেইঞ্জ রিঅ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপন করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- রাজধানীর মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আই পি এইচ), ঢাকা শিশু হাসপাতাল এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ চট্টগ্রাম।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে খুব শিগগিরই পিসিআর মেশিন স্থাপন করা হবে।

উল্লেখ্য, ঢাকা শিশু হাসপাতালের মেশিনের মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের সহায়তায় করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বর্তমানে করোনাভাইরাস নমুনা স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরীক্ষা করা হচ্ছে।

দেশে এ পর্যন্ত মোট ৭৯৪ জন ব্যক্তির নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন করে কেউ করোনায় হয়নি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৫ জন মারা গেছে।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।