বিদেশিদের সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকদের সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। নিজ দফতরে সাক্ষাতকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতদের কাছে তাদের নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এ সময় ড. মোমেন বলেন, ‘কিছুদিনের জন্য সামাজিক বিচ্ছিন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি অফিস বন্ধ থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় হটলাইনের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে।’

রাষ্ট্রদূতরা করোনাভাইরাস মোকাবিলায় সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূতরা করোনাভাইরাস মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশের নিকট করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতা কামনা করেন।

এ সময় ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলি দাস বন্ধুত্বের নিদর্শন হিসেবে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১৫ হাজার হেড কাভার পররাষ্ট্রমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

জেপি/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।