চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে ৮ বিভাগে স্বাচিপের সমন্বয় সেল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৭ মার্চ ২০২০

রাজধানীসহ সারা দেশে করোনা ভইরাস সংক্রমণ রোধে বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে তাদের সর্বোচ্চ সম্ভব পরিবেশ নিশ্চিত করতে দেশের ৮ বিভাগে একটি সমন্বয় সেল গঠন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

যেকোনো সংকট সমাধানে সমন্বয় সেলের প্রধানদের সঙ্গে যোগাযোগের জন্য চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাক্তার এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ।

শুক্রবার (২৭ মার্চ) তাদের যৌথ স্বাক্ষরে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বস্তরের চিকিৎসা ও চিকিৎসা কর্মীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, করোনাভাইরাস বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশও আক্রান্ত হয়েছে। করোনা সংকট আমাদের কাছে একটি যুদ্ধের প্রতিশব্দে উপনীত। সারা দেশে চিকিৎসা কর্মীগণ তাদের হাতের মুঠোয় প্রাণ নিয়ে যুদ্ধ মোকাবিলায় সামনের কাতারে থেকে লড়াই করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক ও সময়োপযোগী নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে যুদ্ধকালীন সংকট মোকাবিলার কোনো বিকল্প নেই। সরকার করণীয় চূড়ান্ত করে উপকরণ নিয়ে প্রস্তুত। সংকট ও দুর্যোগ মোকাবিলায় দেশের সরকারও জনগণের সামর্থ্য প্রশ্নাতীত।

এর প্রেক্ষিতে যাবতীয় সরকারি নির্দেশনা মেনে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের যার যার অবস্থান থেকে চিকিৎসা ব্যবস্থাকে অধিকতর কার্যকর ও গতিশীল রাখার লক্ষ্যে নিজেদের নিবেদিত করে কাজ করতে গিয়ে নানা সমস্যা ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন কোথাও কোথাও। এ সময়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের পাশে থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ তাদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সর্বোচ্চ সম্ভব পরিবেশ নিশ্চিত করতে চায়।

Shachip.jpg

সে লক্ষ্যে দেশের আটটি বিভাগে সমন্বয় সেল গঠন করা হয়েছে। সমন্বয় সেলের বিভিন্ন বিভাগের দায়িত্বে রয়েছেন ঢাকা বিভাগে ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও ডা. মো. এহসান উদ্দিন খান। চট্টগ্রাম বিভাগের ডা. মিনহাজুর রহমান ও ফয়সাল ইকবাল চৌধুরী, সিলেট বিভাগের ডা. রোকন উদ্দিন আহমেদ ও আব্দুল আজিজ চৌধুরী, রাজশাহী বিভাগের ডা. তবিবুর রহমান শেখ ও নওশাদ আলী। রংপুর বিভাগের ডা. এ কে এম নূরুন্নবী( লাইজু) ও মঞ্জুরুল করিম। খুলনা বিভাগের ডা. এস এম শামসুল আলম মাসুম ও মেহেদী নেওয়াজ। বরিশাল বিভাগে ডা. কামরুল হাসান সেলিম ও ডা. শাহিন এবং ময়মনসিংহ বিভাগের ডা.মতিউর রহমান ভূঁইয়া ও হোসেন আহমেদ গোলন্দাজ।

এমইউ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।