সেলিনার অসহায়ত্ব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৭ মার্চ ২০২০
চোখে চশমা পরা বৃদ্ধা সেলিনা বেগম

বৃদ্ধা সেলিনা বেগম। করোনার প্রভাবে অধিকাংশ মানুষ যখন ঘরে সময় কাটাচ্ছেন তখন সেলিনা বেগম পেটের দায়ে বেরিয়েছেন ভিক্ষা করতে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মতিঝিলে কথা হয় তার সঙ্গে। ভিক্ষার জন্য বাইরে বের হওয়ার কারণে করোনাভাইরাসে আক্রান্ত কিংবা অসুখ হলে কী করবেন? জানতে চাইলে সেলিনা বলেন, ‘আল্লাহ’র নাম নিয়া ঘরেই থাকমু। আল্লাহ’য় যা করে।’

সেলিনার আপনজন বলতে পৃথিবীতে কেউ নেই। তাই ফরিদপুর থেকে ঢাকায় এসেছেন ভিক্ষা করতে। থাকেন সায়েদাবাদের একটি টং ঘরে। একজন নারীকে রেখেছেন রান্না করে দেয়ার জন্য। ভিক্ষা করে যা পান, তা থেকে রান্না করার জন্য কিছু টাকা দেন ওই নারীকে।

সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে আছেন বলে জানান সেলিনা বেগম। বলেন, ‘গিয়া খামু। আমি সায়দাবাদে একটা টং ঘরে থাকি। একাই থাকি। ভাড়া দেই না। একজনকে দিয়া রান্দা-বাড়া করাই। ভিক্ষা কইরা যা পাই, সদাই করি। খাই। আমার তো দুনিয়ায় কেউ নাই।’

পিডি/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।