তিন হাজার দিনমজুরকে খাবার দিলেন শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৭ মার্চ ২০২০

করোনা প্রাদুর্ভাবরোধে কাজ বন্ধ করে ঘরে অবস্থানরত প্রায় তিন হাজার দিনমজুর ও অসহায়দের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শুক্রবার রাজধানীর মিরপুরে এগুলো বিতরণ করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ৪, ১৩, ১৪, ১৬ এবং ৯৪ নং ওয়ার্ডে দিনমজুরদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ পিস সাবান ও ১ পিস হ্যান্ড স্যনিটাইজার দেয়া হয়।

উপকরণ বিতরণকালে শিল্প প্রতিমন্ত্রী করোনা প্রতিরোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশিত নিয়মাবলি পরিপূর্ণভাবে অনুসরণের আহ্বান জানান। প্রতিমন্ত্রী গরিব ও অসহায়দের সাহায্য করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

এসআই/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।