রাউজানে মসজিদে ‘কলম সাহিত্যের’ লিফলেট বিতরণ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৭ মার্চ ২০২০

দুই দুনিয়ার সংগঠন সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডনের অঙ্গ সংস্থা, ‘অক্ষরে অমরতা’ স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন `কলম সাহিত্য’ সংসদ লন্ডনের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবীর সহযোগিতায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী নোভেল করোনা ভাইরাস-১৯ থেকে নিজেদের আত্মরক্ষা রাখতে এ সময় লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে আজকে বাংলাদেশের রাউজান উপজেলার ১৫নং নোয়াজিষপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার মাওলানা হুসেনুজ্জামানের বাড়ি এবং একই ওয়ার্ডের মিনা আকবর বাড়ির জুমা মসজিদে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করেন কলম সাহিত্য সংসদ লন্ডনের আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক ও কো-অর্ডিনেটর জনাব মোফাচ্ছেল হক শাহেদ প্রমুখ।

কবি ও লেখক মোফাচ্ছেল হক শাহেদ আজ নিজ বাড়িস্থ জান্নাতুল মাওয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে স্বহস্তে সকল মুসল্লিদের হাতে-হাতে লিফলেট তুলে দেন এবং অন্য মসজিদ যথা মিনা আকবর মসজিদে সমস্ত মুসল্লিদের হাতে লিফলেট বিতরণ করেন কলম সাহিত্যের আরও দুই প্রতিনিধি মুহাম্মদ সাগর হোসেন ফাহিম এবং মুহাম্মদ সাজেদুল ইসলাম সুহান। লিফলেটে নোভেল করোনা ভাইরাস-১৯ কি এবং তা থেকে প্রতিকার ও প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে।

এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।