পুলিশের গাড়ির শব্দে আড্ডাবাজদের ভোঁদৌড়
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে বাসায় অবস্থান করতে বলা হলেও কেউ কেউ বিষয়টি মানতে পারছেন না। দিনের অধিকাংশ সময় নিজেদের ঘরবন্দি করে রাখলেও বিকেলের আডডা না হলে যেন সময় কাটে না। এই অবস্থায় করোনার সংক্রমণ প্রতিরোধ করতে সকলের ঘরে থাকা নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সড়কে টহল দেয়া হচ্ছে।
শুক্রবার সন্ধ্যার কিছুটা আগে রাজধানীর হাতিরঝিল থানার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডে বিয়াম স্কুলের সামনে একদল যুবককে বিচ্ছিন্নভাবে আড্ডা দিতে দেখা যায়। এমন সময় পুলিশের একটি গাড়ির সাইরেন বাজানোর শব্দে ওই আড্ডারত যুবকরা দৌড়ে যে যার মতো করে আশপাশের ভবনে ঢুকে পড়ে।
পরে দেখা যায়, হাতিরঝিল থানা পুলিশের একটা পিকআপ সাইরেন বাজিয়ে আড্ডাস্থল অতিক্রম করলে আবারও আড্ডারতরা ভবনগুলো থেকে বের হয়ে আসেন। অনেকেই মুখে মাস্ক ব্যবহার করলেও দূরত্ব বজায় রাখছেন না।
আড্ডারতদের মেহেদী নামে একজন বলেন, পাশের মুদি দোকানে কাজ করি। সারাদিন বাসায় ভালো লাগে না তাই এখানে এসেছি। পুলিশের গাড়ির শব্দ শুনে সবাই দৌড়ে যে যার মতো করে আশেপাশের ভবনগুলোতে ঢুকে গেছে। আবার পুলিশের গাড়ি চলে যাওয়ার পর সবাই এসেছে।
কেএইচ/বিএ