রাজধানীর বস্তিতে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৮ মার্চ ২০২০

রাজধানীর বিভিন্ন বস্তিতে সচেতনতামূলক ব্যাপক প্রচারণা, পাঁচশতাধিক নারী-পুরুষ এবং শিশুর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ডগ্লাভস বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন- বিএইচআরসি।

শনিবার (২৮ মার্চ)বিএইচআরসি সদর দফতরের উদ্যেগে দুপুর থেকে রাজধানীর শাহজাহানপুর, খিলগাঁও রেলওয়ে এবং মান্ডা বস্তিতে এসব বিতরণ করা হয়।

hand

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার কর্মসূচির নেতৃত্ব দেন। সদর দফতর বিশেষ প্রতিনিধি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সৈয়দ আজমুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, মুগদা থানা শাখার সভাপতি নাসির উদ্দিন প্রিন্সসহ বেশ কিছু মানবাধিকার কর্মী এবং বিএইচআরসি সদর দফতরের কর্মীরা এ সময় উপডস্থিত ছিলেন।

এইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।