হাটহাজারীতে পাড়ায় পাড়ায় ‘লকডাউন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৮ মার্চ ২০২০

চট্টগ্রামের হাটহাজারীতে করোনাভাইরাস প্রতিরোধে বহিরাগত ঠেকাতে পাড়ায় পাড়ায় রাস্তায় গাছের গুড়ি ফেলে ও বাঁশের বেড়া দিয়ে ‘লকডাউন’ করেছে স্থানীয়রা। কোথাও কোথাও রাস্তার মাঝখানে গর্ত করে বাঁশ পুতে প্ল্যাকার্ড ঝুলিয়ে গ্রামে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) স্থানীয় দিনমজুরদের চাল ও নগদ অর্থ সহায়তা দিতে গিয়ে এ অবস্থা দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।

তিনি জানান, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদ, রঙ্গিপাড়া, বারইপাড়া ও চৌধুরীহাট রেলস্টেশন এলাকা এবং পৌর সদরের বিভিন্ন এলাকায়সহ হাটহাজারী অন্তত সাতটি পয়েন্টে এমন অবরোধ দেখেছেন।

সরেজমিনে তিনি দেখেন, কোথাও গাছের গুড়ি ফেলে, কোথাও বাঁশ বা বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বিভিন্ন স্থানে স্থানীয়রা সতর্ক বার্তাসহ প্ল্যাকার্ড ঝুলিয়ে দিয়েছেন।

jagonews24

এ বিষয়ে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন নিজের ফেসবুকে পেজে স্ট্যাটাসে লেখেন, ‘আমাকে কেউ একজন কী বুঝিয়ে দিবেন যে আপনারা কেন রাস্তা বন্ধ করে নিজ উদ্যোগে লকডাউন করেছেন। আপনাদের ঘরে থাকতে অনুরোধ করেছি বাট এভাবে রাস্তা ব্লক করতে তো বলিনি। অতি উৎসাহী নাগরিকদের এ আচরণের ব্যাখ্যা কী? জরুরি প্রয়োজন হতে পারে যে কারোই। বাজার মনিটরিং বাদ দিয়ে এসব সরাইতেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জাগো নিউজকে বলেন, ‘কিছু দুষ্টু মানুষ গাছ ও বাঁশ পুতে রাস্তা বন্ধ করে দিয়েছে। হাটহাজারীর বেশ কয়েকটি এলাকার লোকজন চলাচলকে বাধা দেয়ার জন্য রাস্তার মাঝখানে এভাবে বাঁশের লাঠি ও বেড়া স্থাপন করেছেন। তাদেরকে এ জাতীয় কাজ না করার অনুরোধ করেছি, কারণ কোনো জরুরি পরিস্থিতিতে মানুষ যাতায়াত করতে অসুবিধায় পড়বেন।’

তিনি আরও জানান, রাস্তা লকডাউন না করে বাড়িতে থাকতে এবং স্বাস্থ্য সতর্কতা অনুসরণ করতে উৎসাহিত করেছি।

আবু আজাদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।