হোটেলের ফেলে দেয়া খাবার দিয়েই ক্ষুধা মেটালেন কালাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৯ মার্চ ২০২০

রাজধানীর ফুটপাত, ওভারব্রিজে অনেক মানুষই থাকে। জীর্ণশীর্ণ শরীর, কাপড়-চোপড় দেখলে তাদেরকে ‘না-মানুষ’ই মনে হয়। তারপরও তাদের ক্ষুধা লাগে। এমনই একজন ক্ষুধার্ত, জীর্ণশীর্ণ মানুষ কালাম।

কোনো ছেলেমেয়ে নেই তার। বউ ছেড়ে চলে গেছে। কালামের গ্রামের বাড়ি সিলেটে। এখন থাকেন রাজধানীর কারওয়ান বাজারের একটি ওভারব্রিজের ওপর।

আগে ভাঙ্গারি কুড়াতেন কালাম। কিন্তু করোনাভাইরাসের কারণে এখন সেটা বন্ধ হয়ে আছে। টানা কয়েকদিন কাজ না করায় এখন আর খাওয়ার টাকা নেয় কালামের কাছে। তাই গতকাল শনিবার রাতে না খেয়েই ছিলেন।
বাধ্য হয়ে রোববার সকালে একটি হোটেলের ফেলে দেয়া খাবার কুড়িয়ে এনে খেয়েছেন তিনি।

রোববার বেলা ১১টার দিকে কালাম জাগো নিউজকে বলেন, ‘৭-৮ বছর ধরে ঢাকায় আছি। আমি আগে ভাঙ্গারি কুড়াইতাম। এহন বন্ধ। দোকান-পাট বন্ধ। আজকে প্রায় ৪-৫ দিন ধরে কাজ বন্ধ। গতকাল রাতে কিছু খাই নাই।সকাল (রোববার) বেলা এইডা (খাবার) আমি চাইয়া আনছি হোটেল থেইকা। হোটেলের নিচে আছিল।’

তিনি বলন, ‘কী করমু ভাই? এই অভিযান শেষ না অইলে চলা খুব কঠিন।’

পিডি/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।