গ্লাভস এখন ফুটপাতে, বিক্রি হচ্ছে দেদারসে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ৩০ মার্চ ২০২০

বহু কারণে এবং পরিস্থিতিতে একজন ক্রেতার কোনো দ্রব্য কেনার ইচ্ছা প্রভাবিত হতে পারে। প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য পরিবর্তিত প্রেক্ষাপটেও তেমনটি হয়েছে। আগে টুকটাক মাস্ক বিক্রি হলেও এখন চাহিদা তুঙ্গে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্লাভস। আগে যে গ্লাভস খুব প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ব্যবহার করতে চাইতেন না, এখন সবাই সেই গ্লাভসের দিকে ঝুঁকেছেন।

ফলে মাস্কের মতো চাহিদা বেড়েছে গ্লাভসেরও। কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আবার চাহিদা দেখে নতুন নতুন কোম্পানি এসব পণ্য তৈরিতে নেমে গেছে। তাই মাস্ক ও গ্লাভস এখন ফুটপাতে বিক্রি হচ্ছে। এর আগে মাস্ক ফুটপাতে বিক্রি হলেও গ্লাভস ফুটপাতে বিক্রি হওয়ার নজির বড় একটা নেই।

আজ সোমবার রাজধানীর বিভিন্ন ফুটপাতে গ্লাভস বিক্রি করতে দেখা গেছে। বিক্রিও হচ্ছে দেদারসে। শাহবাগের ফুটপাতে গ্লাভস বিক্রি করছিলেন করিম মিয়া।

তিনি জাগো নিউজকে বলেন, ‘‘আগে আমি সবজি বিক্রি করতাম। কিন্তু এখন গ্লাভসের চাহিদা বেশি। আমার গ্রামের একজনের কোম্পানি আছে। সে-ই আমারে বেচার জন্য দিছে। অনেক বেচা হয়।’’

ফার্মগেটের ফুটপাতে গ্লাভস কিনছিলেন রফিক নামে একজন। তিনি বলেন, ‘‘আমি ৩৭ বছর ধরে ঢাকায় থাকি। কোনো দিন গ্লাভস ব্যবহার করি নাই। রাস্তায়ও বিক্রি করতেও দেখি নাই।’’

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সোমবারের (৩০ মার্চ) তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজন আক্রান্ত হয়েছেন। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও চারজন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯ জন।

এইচএস/এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।