মানসিক প্রতিবন্ধীদের মধ্যে খাবার বিতরণ
রাজধানীতে মানসিক প্রতিবন্ধীদের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)। সোমবার দুপুরে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে খাবার বিতরণ করেছেন মানবাধিকার কর্মীরা।
মহামারি করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে বিএইচআরসির সদর দফতরের বিশেষ প্রতিনিধি সৈয়দ আজমুল হকের নেতৃত্বে মানবাধিকার কর্মীরা ঢাকা মহানগরের রামপুরা, খিলগাঁও এবং বাড্ডা থানার বিভিন্ন এলাকায় মানসিক প্রতিবন্ধীদের মধ্যে খাবার বিতরণ করেন। এসময় তারা মানসিক প্রতিবন্ধীদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।
এইচএস/এমএফ/জেআইএম