করোনা : ডিএনসিসির তথ্য ও পরামর্শ সেবাকেন্দ্র চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ৩০ মার্চ ২০২০

করোনা ভাইরাস বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষ্যে তথ্য ও পরামর্শ সেবাকেন্দ্র চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি এলাকার নগরবাসী ফোনে তথ্য ও পরামর্শ সেবা নিতে পারবেন।

সোমবার (৩০ মার্চ) ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ডিএনসিসির পাঁচটি অঞ্চলে এ সেবা চালু করা হয়েছে। মগবাজার এলাকায় ৮৮০২-৯৩৫৫২৭৭, মোহাম্মদপুর এলাকায় ০১৩১১-৯৪৬৪৩২, মাজার রোড, মিরপুর এলাকায় ০১৩০১-৫৯৬৮৩৯, পল্লবী ও মিরপুর এলাকায় ০১৭৭০-৭২২১৯৪ এবং উত্তরা এলাকায় ০১৩১৪-৭৬৬৫৪৫ নগরবাসীরা এসব নম্বরে ফোন করে সেবা নিতে পারবেন।

এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।