করোনা পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় যুব সংগঠন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ৩১ মার্চ ২০২০

করোনাভাইরাসে দেশের এ সংকটময় পরিস্থিতিতে ২২০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদিয়ার খুলনা শাখা।

ahmadia-1

মঙ্গলবার (৩১ মার্চ) চারটি মোটরসাইকেলযোগে খুলনা শহরের বিভিন্ন স্পটে সংগঠনের ১৫ জন যুবক এ খাবার বিতরণ করেন।

ahmadia-4

একইভাবে দেশের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা, হ্যান্ড সিনিটাইজার বিতরণ, খেটে খাওয়া ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন এ সংগঠনের সদস্যরা।

ahmadia-5

এ যুব সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বছরব্যাপী বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে সংগঠনটি। যেমন :- ফ্রি মেডিকেল ক্যাম্প, খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ, রাস্তাঘাট মেরামত এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি।

ahmadia-6

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।