অসহায়দের মাঝে ‘সবাই মিলে সবার ঢাকা’র খাদ্র‍্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০১ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া রাজধানীর ছিন্নমূল মানুষের মাঝে সামাজিক সংগঠন ‘সবাই মিলে সবার ঢাকা’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার উত্তরার ৮ নম্বর সেক্টর এলাকায় ১৮০ জন ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণের স্থান থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আতিকুল ইসলাম এসব বিতরণ করা দেখতে থাকেন। প্রথমে কর্মকর্তারাও কেউ বিষয়টি বুঝে উঠতে পারেননি। পরে কয়েকজন মানুষের নজরে এলে তিনি ছবি তুলতে সবাইকে নিরুৎসাহিত করেন।

koro2

পরে গণমাধ্যমকর্মীদের অনুরোধে কথা বলেন মেয়র আতিকুল। তিনি বলেন, ৮ নম্বর সেক্টরে একটি বস্তি আছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি এখানে কেউ কখনো ত্রাণ সহায়তা দেয়নি। সে জন্যই আজ এখানে ত্রাণ দিচ্ছি। আমরা কাজ করতে গিয়ে দেখেছি, এই কাজ অতটা সহজ নয়। সামাজিক যে ডিস্টেন্স (দূরত্ব) আছে সেটা বজায় রাখা কঠিন হচ্ছে। তাই এটাকে ভিন্নভাবে দেয়া যায় কি-না আমরা চিন্তাভাবনা করছি।

মেয়র আরও বলেন, আমি সিটি করপোরেশনকে বলেছি বিভিন্ন ওয়ার্ডে ৩ লাখ করে টাকা বরাদ্দ দিতে। এই টাকার মধ্যেই তারা প্যাকেট করছে। সবমিলিয়ে পুরো ডিএনসিসি এলাকায় ৩০ হাজার প্যাকেট করা হয়েছে। আজ থেকে সব এলাকায় এগুলো বিতরণ শুরু হবে। আমি ব্যক্তিগত তহবিল থেকে যারা নারী কাউন্সিলর, নতুন করে নির্বাচিত হয়েছেন তাদের মাধ্যমেও বিতরণ শুরু করেছি।

এএস/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।