অসংগঠিত খাতের শ্রমিক ও শ্রমজীবীদের নগদ সহায়তার দাবি
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বিশেষ করে হোম কোয়ারেন্টাইন বিধি পালনকালে অসংগঠিত খাতের শ্রমজীবী মানুষ যারা দিন এনে দিন খায় তাদের জীবিকা অর্জন বন্ধ হয়েছে। ফলে পরিবার নিয়ে তাদের জীবন ধারণ সংকটে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ কমিটির নেতারা যৌথ বিবিৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, দেশে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক ও শ্রমজীবী মানুষের সংখ্যা শতকরা ৮৫ শতাংশ। তারা আয়ের অর্থ দিয়ে শুধু নিজেরাই বাঁচে না দেশের অর্থনীতিকেও সচল রাখে। এ অবস্থায় রফতানিমুখী শিল্পে শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৫০০০ কোটি টাকার তহবিলের মত এসব অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও শ্রমজীবীদের জন্য আপৎকালীন বিশেষ তহবিল গঠন, জরুরি খাদ্য সরবরাহ এবং জনপ্রতিনিধি ও শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত তদারকি কমিটির মাধ্যমে দ্রুত বিতরণের ব্যবস্থার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে তারা আরও বলেন, দেশের এই প্রান্তিক জনগোষ্ঠী তাদের জীবিকা অর্জনের পথ বন্ধ হওয়ায় কঠিন সংকটে পড়েছে। এ পরিস্থিতে তাদের জরুরি ত্রাণ ও খাদ্য সামগ্রী সরবরাহ করা প্রয়োজন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শ্রমজীবী মানুষের সহায়তার ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে তারা কোয়ারেন্টাইন কালিন সৃষ্ট সঙ্কট মোকাবিলায় ও মানবিক বিপর্যয় থেকে জীবিকা রুদ্ধ শ্রমজীবী মানুষকে রক্ষার সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন ডা. ওয়াজেদু ইসলাম খান, মেজবাহউদ্দিন আহমেদ, কামরূল আহসান, রাজেকুজ্জামান রতন, নাইমুল আহসান জুয়েল ও নোমানুজ্জামান আল আজাদ প্রমুখ।
এইউএ/এএইচ/পিআর