নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করল সুন্দরবন রেজিমেন্ট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:১১ পিএম, ০২ এপ্রিল ২০২০

করোনাভাইরাস থেকে দেশের জনগণকে রক্ষা ও সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট। রেজিমেন্টের উদ্যোগে বুধবার (১ এপ্রিল) খুলনার প্রায় ১০০ নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ ও আলু বিতরণ করা হয়।

ISPR-(1)

এছাড়াও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়পূর্বক শহরের ব্যস্ততম পাঁচটি স্থান তথা কোর্ট বিল্ডিং, পোস্ট অফিসের সামনে, নিউ মার্কেট কাঁচা বাজার, শিববাড়ী মোড়, সন্ধ্যা বাজার ও রূপসা ঘাটে হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন ও শহরের বিভিন্ন স্থানে করোনাভাইরাস নিয়ে সতর্কতামূলক ব্যানার স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ খুলনা সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে বিএনসিসির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবগত করেন।

ISPR-(2)

এছাড়াও সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন ২১টি জেলার বিএনসিসির প্লাটুন পর্যায়েও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।