হাসপাতালে পিপিই ও মাস্ক দেয়া শুরু করেছে এফবিসিসিআই
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জন্য আনা ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই), উন্নতমানের ‘এন ৯৫’ মাস্ক, টেস্টিং কিট ও ডিজিটাল থার্মোমিটার বিতরণ করা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই।
সংগঠনটি ১০ হাজার পিস ব্যক্তিগত সুরক্ষা পোশাক, ২০ হাজার পিস এন ৯৫ মাস্ক, টেস্টিং কিট ও ডিজিটাল থার্মোমিটার দ্রুত সরবরাহের স্বার্থে বিমানযোগে এসব সরঞ্জাম আমদানি করেছে।
বৃহস্পতিবার মতিঝিল ফেডারেশন ভবনে আনুষ্ঠানিকভাবে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের কাছে পিপিই ও অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করা হয়।
এ কার্যক্রমের ধারাবাহিকতায় এফবিসিসিআই আগামীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আইইডিসিআরকে পিপিই ও মাস্ক প্রদান করবে। এছাড়া ৬৪ জেলায় এফবিসিসিআইয়ের ৬৪টি চেম্বারের মাধ্যমে সব সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে এসব সরঞ্জাম প্রদান করা হবে।
হাসপাতাল ছাড়াও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থা যেমন পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার এবং টেলিভিশন ও সংবাদপত্র অফিসেও প্রয়োজনীয় মাস্ক প্রদান করা হবে বলে জানায় এফবিসিসিআই।
এ সহযোগিতা করোনাভাইরাস মোকাবিলা করার জন্য শেষ অবধি চালু থাকবে বলে জানিয়েছে এফবিসিসিআই।
এসআই/বিএ/এমকেএইচ