ঢামেকে আইসোলেশনে থাকা বৃদ্ধার মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশনে থাকা এক বৃদ্ধ নারীর (৭২) মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, ওই নারী ঢামেক হাসপাতালে যখন আসে তার শ্বাস কষ্ট হচ্ছিল। দ্রুত তাকে জরুরি বিভাগের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। সেখানে তাকে অক্সিজেন দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।
তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। ওই নারী দীর্ঘদিন ধরে কিডনী ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
তিনি আরও জানান, নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে সাধারণভাবে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
মৃতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তবে তিনি মিরপুর এলাকায় থাকতেন।
কাজী আলামিন/এএইচ/জেআইএম