প্রধানমন্ত্রীর তহবিলে ভূমি মন্ত্রণালয়ের কর্মচারীদের ১৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৫ এপ্রিল ২০২০

 

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুদান এবং ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থবাবদ মোট ১৫ লাখ টাকা দেয়া হয়েছে।

রোববার ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণপ্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশের নিম্নআয়ের নাগরিকরা কর্মহীন হয়ে পড়ায় তাদের কষ্টকর জীবন লাঘবে সাহায্যের অংশ হিসেবে ভূমিমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থায় কর্মরতদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থ দেয়া হয়।’

এমইউএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।