কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালের আউটডোর দুপুর ১২টা পর্যন্ত খোলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৬ এপ্রিল ২০২০

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে চট্টগ্রাম জেলার সব কমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতালের আউটডোর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

রোববার (৫ এপ্রিল) জেলার সব সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের পরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই নির্দেশনা দেন।

চিঠিতে বলা হয়েছে, দেশে বর্তমানে ছড়িয়ে পরা করোনাভাইরাসের (কেভিড-১৯) প্রতিরোধে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা অব্যাহত আছে। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলার সব কমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতালের আউটডোর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার অনুরোধ করা হলো। একই সঙ্গে হাসপাতালগুলোর দৈনিক সেবা প্রদানের পরিসংখ্যান প্রতিদিন বিকেল ৪টার আগে কেন্দ্রে পাোনোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া টেলিমেডিসিন সেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি হাসপাতালের একটি দৃশ্যমান স্থানে একটি মোবাইল নম্বর লিখে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে রোগীরা বাড়ি থেকেই কাঙিক্ষত সেবা পেতে পারেন।

আবু আজাদ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।