চট্টগ্রামে আইসোলেশনে মারা যাওয়া মুক্তিযোদ্ধার করোনা ‘নেগেটিভ’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যাওয়া সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহর করোনাভাইরাস ‘নেগেটিভ’ ছিল। সোমবার (০৬ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) পরীক্ষা শেষে এ ফলাফল জানানো হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, প্রায় ৬০ বছর বয়সী এই ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন। আজ (সোমবার) বিকেল ৩টায় তার মৃত্যু হয়। তার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠানো হয়েছিলো। একটু আগেই রিপোর্ট পেলাম, তিনি করোনা আক্রান্ত ছিলেন না।’
তিনি আরও জানান, রোববার রাতে করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছিলো। সোমবার পরীক্ষা শেষে তার শরীরেও করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।
এর আগে নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক যুবককে চমেক হাসপাতালে পাঠনো হয়েছিল। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবু আজাদ/এমএফ/জেআইএম