গত ২৪ ঘণ্টায় পিপিই বিতরণ হয়নি, মজুত পৌনে ২ লাখ
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, গত ২৪ ঘণ্টায় আমাদের পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণের প্রয়োজন হয়নি।
তিনি বলেন, এখন পর্যন্ত ৬ লাখ ২৬ হাজার ৩৯৭টি পিপিই আমরা সংগ্রহ করেছি। ৪ লাখ ৬১ হাজার ১৯৪টি পিপিই আমরা বিতরণ করেছি। এখন আমাদের হাতে মজুত রয়েছে এক লাখ ৬৪ হাজার ৫০৩টি পিপিই।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিন উপস্থাপনকালে এসব তথ্য জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, করোনাভাইরাসের পরীক্ষার কিট যে পরিমাণ মজুত ছিল সে পরিমাণই রয়েছে নতুন করে কিট বিতরণের প্রয়োজন হয়নি। তবে নতুন করে করোনা পরীক্ষার কিট আসছে।
জেইউ/এনএফ/এমকেএইচ