প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স রোববার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার (১২ এপ্রিল) ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন। এবার বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন তিনি।
গণভবনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
এর আগে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার (৭ এপ্রিল) ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করেন তিনি। করোনাভাইরাস ও ত্রাণ সরবরাহের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
এফএইচএস/এএইচ/এমএস