দুই শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিলো ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৭ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে কারণে সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতিতে রাজধানীর মোহাম্মদপুরে বাড়ি বাড়ি গিয়ে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার মোহাম্মদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীমের নির্দেশনায় সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সার্বিক তদারকিতে নগরীর মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে অস্বচ্ছল, অসহায়, দারিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, আলু, তেল, আটা, চিড়া, সাবান ও খাবার স্যালাইন) বিতরণ করা হয়।

Islami-1

থানা শাখা সভাপতি আলহাজ্ব দেওয়ান মিজানুর রহমানের নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম।

খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজের সমন্বয় করেন থানা সেক্রেটারি এইচ এম নিজাম উদ্দিন। খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া নিশ্চিত করেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আল-আমিন রাসেল, আজাদ হোসেন, হারুন অর রশীদ, হাফেজ ওবায়দুল্লাহ প্রমুখ।

এএস/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।