ঘোরাঘুরি-আড্ডা : রাজধানীতে ৫০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০২০

অহেতুক বাইরে বের হওয়া, রাস্তায় ঘোরাঘুরি ও আড্ডা দেয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে আটকের পর ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীতে র‌্যাবের পৃথক তিনটি টিম অভিযান চালিয়ে এ জরিমানা করে।

Dhaka-Fine-2

র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, র‌্যাব-৩ এর পলাশ বসু ও র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে পৃথক এ অভিযান চালানো হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেন।

Dhaka-Fine-3

তিনি জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র‌্যাব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর, রূপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

Dhaka-Fine-3

অভিযানে বিনা কারণে বাইরে ঘোরাঘুরির দায়ে ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এএসপি সুজয় সরকার।

Dhaka-Fine-5

এর আগে সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক বাইরে বের হওয়ায় রাজধানীর ফার্মগেট এলাকায় ২৫ জনকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাওয়ার আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে সোমবার বিনা কারণে রাস্তায় বের হওয়ায় সাতজনকে জরিমানা করে র‌্যাব-৪ এর বিশেষ ভ্রাম্যমাণ আদালত।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।