এক মাস আগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৮ এপ্রিল ২০২০

ঠিক এক মাস আগে ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদিন জানানো হয়, তিনজন রোগী বাংলাদেশে শনাক্ত হয়েছেন। এর মধ্যে দুজন পুরুষ, একজন নারী। এক মাস পরও নারীদের তুলনায় পুরুষদের আক্রান্ত হার অনেক বেশি। ইতালি থেকে আসা এক প্রবাসীর মাধ্যমে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এখন দেশে ১৮ জেলায় ভাইরাসটি ছড়িয়েছে।

corona-bangladesh-3.jpg

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হিসাব অনুযায়ী বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশে ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২০ জনের।

আজ নতুন করে মারা গেছেন তিনজন। আক্রান্ত হয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে সর্বোচ্চসংখ্যক শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায় ৩৯ জন।

corona-bangladesh-3.jpg

মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

১৯ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য প্রথম লকডাউন ঘোষণা করা হয় মাদারীপুরের শিবচর উপজেলা।

এইচএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।