এক মাস আগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে
ঠিক এক মাস আগে ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদিন জানানো হয়, তিনজন রোগী বাংলাদেশে শনাক্ত হয়েছেন। এর মধ্যে দুজন পুরুষ, একজন নারী। এক মাস পরও নারীদের তুলনায় পুরুষদের আক্রান্ত হার অনেক বেশি। ইতালি থেকে আসা এক প্রবাসীর মাধ্যমে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এখন দেশে ১৮ জেলায় ভাইরাসটি ছড়িয়েছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হিসাব অনুযায়ী বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশে ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২০ জনের।
আজ নতুন করে মারা গেছেন তিনজন। আক্রান্ত হয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে সর্বোচ্চসংখ্যক শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায় ৩৯ জন।
মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
১৯ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য প্রথম লকডাউন ঘোষণা করা হয় মাদারীপুরের শিবচর উপজেলা।
এইচএস/জেডএ/এমএস