করোনা প্রতিরোধে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৮ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে জীবাণুনাশক স্প্রে, সামাজিক-শারীরিক দূরত্ব বজায় এবং জনসচেতনতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দফতরের তত্ত্বাবধানে দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভার্নিং বোর্ডের সদস্য প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত এমপি সরাসরি এ কার্যক্রম তদারকি করছেন।

প্রতিদিন সারাদেশে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ হাসপাতালসহ সারাদেশের মেডিকেল কলেজ, জেলা সদর হাসপাতাল, স্বাস্থ্য ক্লিনিক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করছে। এছাড়াও, রাজধানীর বিভিন্ন মিডিয়া হাউজ, স্বাস্থ্য অধিদফতর এবং মন্ত্রণালয় থেকে শুরু করে দেশের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মসজিদ, মন্দির, গীর্জা, ট্রেন, বাস, লঞ্চ স্টেশন, লোকসমাগম বেশি হয় এমন স্থান, হাট-বাজারেও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, জীবাণুনাশক কার্যক্রম শুরুর আগে স্বেচ্ছাসেবকদের সরাসরি ও অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও নিয়মিত ফেইসবুক লাইভের মাধ্যমে প্রতিদিনই যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের ও সিনিয়র স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। এছাড়াও, জীবাণুনাশক স্প্রে কার্যক্রম বিষয়ে ফেইসবুক লাইভে বিশেষজ্ঞরা এ বিষয়ে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন।

এফএইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।