সম্মানিত ব্যক্তিরা, নেতিবাচক কথা কম বলুন : স্বাস্থ্যমন্ত্রী
দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে। নতুন মৃত্যু হয়েছে একজনের। মোট মৃত্যুবরণ করেছেন ২১ জন।
করোনাভাইরাসের এমন পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিভিন্ন মাধ্যমে কথাবার্তা বলেন সম্মানিত ব্যক্তিরা। আমরা আশা করব, তারা যদি আমাদেরকে পরামর্শ বেশি দেন এবং নেতিবাচক কথাবার্তা কম বলেন, তাহলে বেশি ভালো হবে। জনমনে তখন দ্বিধা-দ্বন্দ্ব থাকবে না। আমরা সকলে মিলে কাজ করলে এই করোনা থেকে রক্ষা পাব।’
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এ সব কথা বলেন মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘আমরা জানি, করোনাভাইরাস আমাদের থামিয়ে দিয়েছে। আমাদের কল-কারখানা, মিল-ফ্যাক্টরি, পরিবহন সব বন্ধ করে দিয়েছে। তারপরও আমাদের মনোবল ভাঙেনি।’
প্রধানমন্ত্রী ও তার মূলবার্তা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ও আমার মূল বার্তা হলো, ঘরে থাকুন, ভালো থাকুন। টেস্ট করুন। নিজে বাঁচুন, অপরকেও বাঁচান।’
চীনে রাষ্ট্রীয়ভাবে করোনাভাইরাস মোকাবিলা করেছেন এমন সংশ্লিষ্টদের সঙ্গে বুধবার (৮ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।
এ বিষয়ে জাহেদ মালেক বলেন, ‘তারা বলেছেন, আমাদেরকে এখন ঘরে থাকতে হবে। ঘরে থাকুন, ভালো থাকুন এবং আমাদেরকে বেশি বেশি পরীক্ষা করতে বলেছেন তারা। এটিই তাদের মূলবার্তা ছিল। অর্থাৎ ঘরে থাকলে বেশি সংক্রমিত হবে না। নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। টেস্ট যত বেশি বেশি করা যাবে, ততবেশি আমরা রোগী শনাক্ত করতে পারব। তাকে আইসোলেশনে নেব, নতুন করে শনাক্ত হবে না।’
আইসোলেশনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা আইসোলেশন সেক্টর আরও বাড়াচ্ছি। প্রত্যেক দিনই আমরা ফ্যাসিলিটি (সুযোগ-সুবিধা) বাড়িয়ে যাচ্ছি। বসুন্ধরা কনভেনশন সেন্টারকে আমরা ২ হাজার শয্যার একটি আইসোলেশন সেন্টার হিসেবে তৈরি করছি। আমরা আশা করি, ১০ থেকে ১৫ দিনে এটি হয়ে যাবে। উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেট তৈরি ছিল, সেটাকে আমরা ১৪০০ শয্যার ইউনিট করছি। এটার কাজ চলমান আছে। আর দিয়াবাড়িতে চারটি বহুতল ভবন রয়েছে। সেখানে ১২০০ শয্যার আইসোলেশন ইউনিট আমরা করতে পারব।’
দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় সাড়ে ৫০০ ভেন্টিলেটর রয়েছে। আরও ৩৮০টি কেনার প্রক্রিয়া চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীও আমাদেরকে একই নির্দেশনা দিয়ে বলেছেন, গরম পানি দিয়ে কুলি করুন। গরম জিনিস খান, গরম পানি খান। চা খান বেশি করে। ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খান। বাসায় বসেই আপনারা নামাজ আদায় করুন।’
পিডি/এফআর/পিআর