সরকারের নির্দেশনা মেনে ঘরে নামাজ পড়ুন: কাগতিয়ার পীর
জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজের জামায়াতে মুসল্লিসীমিত রাখতে এবং অপরাপর মুসল্লিদের ঘরে অবস্থান করে নামাজ আদায় করার নির্দেশ শরীয়তসম্মত ও সময়োপযোগী একটি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন, চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পীর ছাহেব ক্বেবলা ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী।
তিনি বলেন, ইসলামি আইন শাস্ত্রের নির্ভরযোগ্য গ্রন্থ ‘রদ্দুল মোকতার’ ও ‘আদ-দুররুল মোকতার’ নামক ফতোয়ার কিতাবে উল্লেক আছে, মসজিদে গমন করতে অক্ষম এমন অসুস্থ মুসলিরা পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে পড়বে এবং ঘরে বসে জুমার পরিবর্তে জোহরের নামাজ আদায় করবে।
সুনানু আবি সউদ শরীফেও উল্লেখ আছে, অসুস্থতা ও ভয়ের কারণে পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে বসে পড়া যাবে। মহান আল্লাহ তালা ইরশাদ করেন, ‘তোমরা নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না’। (সুরা আল বাকারা: ১৯৫)।
ইতোমধ্যে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি হিসাবে চিহ্নিত হয়েছে। আমাদের দেশেও এর প্রকোপ ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে ঘরে বসে নামাজ আদায় এবং সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
এমআরএম/এমএস