অবিলম্বে পোশাক শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫২ পিএম, ১০ এপ্রিল ২০২০

অবিলম্বে পোশাক খাতের শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন এক বিবৃতিতে এ দাবি জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন শিল্প অঞ্চলে গার্মেন্টস সেক্টরে প্রতিনিয়ত শ্রমিকদের ছাঁটাই এবং চাকরিচ্যুতি চলছে। কোনো কোনো কারখানায় শ্রমিকদের নিয়মিত বেতন থেকে ঠকানাের অসৎ উদ্দেশ্যে লে-অফের
নােটিশ দিয়ে কারখানা বন্ধ করা হচ্ছে। অথচ সরকার গার্মেন্টস মালিকদের জন্য বিরাট অংকের আর্থিক প্রণোদনা ঘােষণা করেছে।

আমিরুল হক আরও বলেন, এই প্রণোদনার আওতায় গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের ৩ মাসের বেতন-ভাতা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এরপরও দেশের মুনাফা লােভী গার্মেন্টস মালিকেরা শ্রমিকদের বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে অহরহ চাকুরিচ্যুতি, ছাঁটাই এবং কারখানা লে-অফ ঘােষণা করছে। অথচ এই শ্রমিকদের দিয়েই মাত্র কয়েক লাখ টাকা পুঁজি এবং অল্প সংখ্যক মেশিন দিয়ে ছােট গার্মেন্টস থেকে আজ গ্রুপ অ্ ইন্ডাষ্ট্রিজ এর মালিক হয়েছেন অনেকে। তাই শ্রমিকদের কথা ভেবে অবিলম্বে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে।

এএস/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।