কেরানীগঞ্জে এক সপ্তাহে ১৫ জন করোনায় আক্রান্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১১ এপ্রিল ২০২০

আসাদুজ্জামান (সুমন), ঢাকা দক্ষিণ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নতুন করে ৩৫ বছর বয়সী এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই উপজেলায় এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ জনে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মীর মোবারক হোসেন বলেন, শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০ জনের নমুুুুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার বিকেলে পাওয়া ফলাফলে ওই যুবক সংক্রমিত বলে জানা যায়। বাকি ৯ জনের ফলাফল এখনও পাওয়া যায়নি।

তিনি জানান, করোনা আক্রান্ত ওই যুবক উপজেলার জিনজিরা এলাকার বাসিন্দা। তার অবস্থা গুরুতর নয়। আমাদের তত্ত্বাবধানে তাকে তার নিজ বাড়িতে আইসলোশনে রাখা হয়েছে। তার স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ডা. মোবারক বলেন, কেরানীগঞ্জ উপজেলায় গত ৫ এপ্রিল থেকে আজ শনিবার পর্যন্ত এক সপ্তাহে বিভিন্ন এলাকায় মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এই উপজেলায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন, যার মধ্যে জিনজিরা ইউনিয়ন রয়েছে।

তিনি জানান, আক্রান্তদের এলাকাগুলোতে বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখভাল করবো। সেই সঙ্গে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও তিনজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও তিনজন, ফলে মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।