করোনা : সরকারের পদক্ষেপ নিয়ে ভার্চুয়াল ব্রিফিং করবে সিপিডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১২ এপ্রিল ২০২০

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন ধরনের পদক্ষেপের বিষয়ে আগামীকাল (সোমবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

এ বিষয়ে সিপিডির পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ এর কারণে সৃষ্ট সাম্প্রতিক বৈশ্বিক মহামারি বাংলাদেশের জন্য একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে।

গৃহীত পদক্ষেপের কার্যকারিতা পর্যালোচনা এবং ভবিষ্যতের করণীয় সম্পর্কে সিপিডি ‘কোভিড-১৯- সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের কার্যকারিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও আয় নিরাপত্তা: সিপিডির প্রাথমিক বিশ্লেষণ ও প্রস্তাব’ শীর্ষক একটি ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে জনসমাগম এড়ানোর জন্য সিপিডি এবারের মিডিয়া ব্রিফিংটি শুধু লাইভ স্ট্রিমিং করার উদ্যোগ নিয়েছে। ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংটি বেলা ১১টায় সিপিডির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

মিডিয়া ব্রিফিংয়ে অংশগ্রহণকারী সিপিডির গবেষকরা নিজ নিজ বাসা থেকে সংযুক্ত হবেন। ব্রিফিংয়ে সাংবাদিকরা সরাসরি যুক্ত হয়ে প্রশ্ন করতে পারবেন। যুক্ত হওয়ার প্রক্রিয়া এবং উপস্থাপিত পেপারটি ব্রিফিং শুরু হওয়ার আগে ই-মেইলে সরবরাহ করা হবে বলে জানিয়েছে সিপিডি।

এমএএস/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।