করোনা: সুবিধাবঞ্চিতদের পাশে সিইএবি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১২ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে এসেছে চাইনিজ এন্টারপ্রাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিইএবি)। দেশের নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা প্রদানের লক্ষ্যে ত্রাণ তহবিল গঠন করেছে সংগঠনটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদনের মাধ্যমে লিংকাস- এর সহযোগিতায় গত ১০ এপ্রিল সিইএবি'র কার্য়ালয়ে এক স্মারকপত্র স্বাক্ষরের মাধ্যমে সেই তহবিল জাগো ফাউন্ডেশন, লায়ন্স ক্লাব অব ঢাকা বেইলি গার্ডেন এবং ওউন ভিলেজ এডভান্সমেন্টকে (ওভিএ) বিতরণ করা হয়। এ কার্যক্রমের নাম দেয়া হয় ‘হেল্প দেম স্টে হোম’।

স্মারকপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তহবিলের আয়োজক সিইএবির সভাপতি লিন উইকিয়াং এবং সহ-সংগঠক লিংকাসের চেয়ারম্যান ইয়ে লিয়াং এবং আমন্ত্রিত ৩ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

ইতোমধ্যে ২০ লাখ টাকা তহবিল বৃদ্ধি করা হয়েছে, যার মধ্যে অংশগ্রহণ করেছে সিইএবির আওতাধীন ২৪০ সদস্য কোম্পানি এবং বাংলাদেশে অবস্থিত ১৪১ চাইনিজ কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

স্মারকপত্র অনুযায়ী উল্লেখিত কার্যক্রসমূহ হলো- যথাযথভাবে ত্রাণ বিতরণ, সঠিকভাবে এই কার্যক্রম পরিচালনা করা। তৈরী করা হচ্ছে খাবারের প্যাকেজ যার মধ্যে রয়েছে নিত্যদিনের প্রয়োজনীয় খাবার সামগ্রী যেমন- চাল, ডাল, তেল, আলু, লবন এবং অন্যান্য। এছাড়া থাকছে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি।

এখন পর্যন্ত আড়াই হাজারেরও বেশি পরিবারকে এই ত্রাণের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাগো ফাউন্ডেশনের ইয়ুথ উইং ভলান্টিয়ার অব বাংলাদেশের ৬৪ জেলায় অবস্থিত ৩৫ হাজার সেচ্ছাসেবকদের সহযোগিতায় বিতরণ করা হবে। সেই সঙ্গে লায়ন্স ক্লাব এবং ওভিএর সেচ্ছাসেবক দল সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

সিইএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ত্রাণ তহবিল বাংলাদেশে অবস্থিত চাইনিজ সম্প্রদায়ের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি মোকাবিলার একটি ছোট্ট প্রয়াস। করোনা মহামারিতে চাইনিজ সম্প্রদায় সব সময় বাংলাদেশের পাশে আছে। সিইএবির এ আয়োজনের মাধ্যমে আরও বিভিন্ন কোম্পানি এবং সংগঠনকে সাহেয্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছে।

এমইউ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।