ই-কমার্স-খাদ্য-ওষুধ পরিবহনে সহযোগিতার নির্দেশ
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে দেশে বেশকিছু স্থানে লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি সব ধরনের অফিস আদালত বন্ধের পাশাপশি সব ধরনের গণপরিবহন বন্ধ করা হয়েছে।
এমন পরিস্থিতে ই-কমার্স, কুরিয়ার সার্ভিস, খাদ্য ও ওষুধের মতো অত্যাবশ্যকীয় পণ্যের ওয়্যার হাউস অপারেশন, পরিবহন ও ডেলিভারি প্রদানে সহযোগিতা কার জন্য দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নিকট সম্প্রতি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।
এ পরিস্থিতিতে ঘরে বসে ই-কমার্সের মাধ্যমে অনলাইনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ জরুরি ওষুধপত্র কেনার সুযোগ রয়েছে। ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের পাঠানো এক পত্রে জানা যায় যে সাম্প্রতিক পরিস্থিতিতে ই-কমার্সে পণ্য ক্রয়-বিক্রয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
কিন্তু গণপরিহন বন্ধ থাকায় এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকার নির্দেশনা থাকায় ই-কমার্সের ডেলিভারিম্যান ও যানবাহন চলাচল প্রায় বাধার মুখে পড়ছে বলে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ জানায়।
ঘরে বসে অনলাইনে প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয় একদিকে যেমন জনসাধারণের নৈমিত্তিক প্রয়োজন মেটাচ্ছে অন্য দিকে তা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহযোগিতা করছে। ফলে চলমান অবস্থায় ই-কমার্সের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে উৎসাহিত করা এবং এ সংশ্লিষ্ট ডেলিভারিম্যান এবং যানবাহনকে স্বাভাবিক চলাচলে সুযোগ দেয়া নিত্য পণ্যের স্বাভাবিক সরবরাহকে ত্বরান্বিত করবে।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে চলা ই-কমার্স, কুরিয়ার সার্ভিস, খাদ্য ও ওষুধের মতো অত্যাবশ্যকীয় পণ্যের ওয়্যার হাউস অপারেশন, পরিবহন, মালামাল স্টোরেজ ও ডেলিভারির সাথে সংশ্লিষ্ট সকল ডেলিভারিম্যান ও যানবাহনকে স্বাভাবিক চলাচলের সুযোগ দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
এ বিষয়ে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ তাদের সদস্যদের প্রয়োজনীয় পরিচয়পত্র এবং স্বাস্থ্য বিধি সম্পর্কে প্রয়াজনীয় প্রশিক্ষণ ও ব্রিফিং প্রদান করবে এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য নয় এমন প্রতিষ্ঠান বা কোম্পানি বা কুরিয়ার সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ তাদের গাড়িচালক, গাড়ি ডেলিভারিম্যান ও ওয়্যার হাউস স্টাফদের প্রয়োজনীয় পরিচয়পত্র ও ব্রিফিং প্রদান করবে।
এমইউএইচ/এনএফ/এমকেএইচ