ঢাকা ছাড়লেন ৩২৮ মার্কিন নাগরিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৩ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে তৃতীয়বারের মতো ৩২৮ যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ চার্টার্ড ফ্লাইট।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটে ১৭ শিশুও ছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বেবিচক সূত্র জানায়, বিমানটি কাতারের দোহা বিমানবন্দর হয়ে ওয়াশিংটন যাবে। ট্রানজিট থাকলেও করোনা ভাইরাস ঝুঁকির কারণে ওই দেশে নামতে পারবেন না কোনো যাত্রী।

সূত্র আরও জানায়, আগামী ১৭ এপ্রিল সকালে অস্ট্রিলিয়ার উদ্দেশ্য প্রথমবারের মতো বিশেষ বিমান যাবে। এছাড়া দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে খুব শিগগির বিশেষ ফ্লাইট পাঠাবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শুক্রবার জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ১২৩ জার্মান নাগরিক। এছাড়াও এর আগে যুক্তরাষ্ট্র, ভুটান, রাশিয়া, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন।

এআর/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।