মানবিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান বিএসএমএমইউ উপাচার্যের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া দেশের চিকিৎসক সমাজের প্রতি প্রটেকটিভ ইকুইপমেন্টে সজ্জিত হয়ে জ্ঞান, অভিজ্ঞতা ও মানবিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক বিবিৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা সংক্রমণের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হওয়ার বিকল্প নেই। আর করোনা সংক্রমণের বিরুদ্ধে চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাকর্মীরা হচ্ছেন অগ্রবর্তী বাহিনী।

বিবৃতিতে তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ সংখ্যায় আত্মদানকারী পেশাজীবী বাংলাদেশের মহান চিকিৎসকরা আপনারা আমার সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে যেমন আমরা জয়ী হয়েছিলাম ঠিক তেমনি জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা করোনা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, এই যুদ্ধে চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাকর্মীরা হচ্ছেন অগ্রবর্তী বাহিনী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো জাতি আপনাদের সঙ্গে আছে। এই যুদ্ধে জয়ী হওয়ার কোনো বিকল্প নেই। পর্যাপ্ত প্রটেকটিভ ইকুইপমেন্টে সজ্জিত হয়ে আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা ও মানবিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ান। মনে রাখবেন, করোনা আক্রান্ত রোগীরা আমাদের কারো না কারো আপনজন এবং তাদের এই বিপদে আমরা চিকিৎসক সমাজ দূরে থাকতে পারি না। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

এমইউ/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।