করোনায় টেলিফোন-মেইলে মানসিক স্বাস্থ্যসেবা পাবেন নারী ও শিশুরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে টেলিফোন ও ই-মেইলে মানসিক স্বাস্থ্যসেবা পাবেন নারী ও শিশুরা। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের চিকিৎসা মনোবিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করে মানসিক স্বাস্থ্যসেবা নেয়া যাবে।

এজন্য মোবাইল নম্বর ও ই-মেইল নম্বর দেয়া হয়েছে। সেবাপ্রার্থীদের এসব নম্বরে ফোন এবং ই-মেইল নম্বরে যোগাযোগ করতে হবে।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৬ জন চিকিৎসক টেলিফোন ও মেইলে মানসিক স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত রয়েছেন।

প্রতি পালায় চারজন করে চিকিৎসার দায়িত্ব পালন করছেন।

যেসব নম্বর ও মেইলে যোগাযোগ করা যাবে-

আরএমএম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।