মানুষ আমাদের পরামর্শ শতভাগ মানছে না: স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ দেশের মানুষ শতভাগ মেনে চলছে না। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, এখনও মানুষ আমাদের পরামর্শ মেনে চলছে না। আমাদের পরামর্শ বাড়িতে থাকুন, ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। বার বার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড করে হাত ধুয়ে ফেলুন, পরিবারের সবাইকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করুন। একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরুত্ব বজায় রাখুন। সর্দি-কাশি হলে বা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ঘরে তৈরি তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়।

নাসিমা সুলতানা আরও বলেন, যারা কোয়ারেন্টাইনে আছেন, তারা কঠোরভাবে নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে কোনো কিছু স্পর্শ করার আগেই ভালো করে হাত ধুয়ে নিন। সম্ভব হলে পরিধেয় বস্ত্র সাবান পানি দিয়ে আধঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। সামান্য জ্বর, কাশি, হাঁচি, গলাব্যথা, শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নিন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে কল করুন।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৪১ জন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জনে।

পিডি/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।