করোনা : ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবে নাগরিক প্ল্যাটফর্ম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৬ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস মোকাবিলায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর তৎপরতা-কার্যকারিতা বৃদ্ধিতে সরকারের কাছে সুপারিশ তুলে ধরতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় ‘করোনা মোকাবিলায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানসমূহের তৎপরতার কার্যকারিতা বৃদ্ধিতে সরকারের প্রতি সুপারিশ' শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে প্রায় ১১৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বেসরকারি খাতের সংস্থাদের নিয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম গঠিত। সংগঠনের আহ্বায়ক হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে করেনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি মোকাবিলায় এই প্ল্যাটফর্মের সদস্যরা দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব কার্যক্রমের ক্ষেত্রে প্ল্যাটফর্ম সদস্যরা বেশকিছু প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন। প্ল্যাটফর্মের সদস্যদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও সুপারিশ উঠে এসেছে।

সদস্য সংগঠনগুলোর এসব চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরার জন্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটি ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে জনসমাগম এড়ানোর জন্য প্ল্যাটফর্ম এবারের মিডিয়া ব্রিফিংটি শুধুমাত্র লাইভ স্ট্রিমিংয়ের উদ্যোগ নিয়েছে।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্যরা ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন। ব্রিফিংয়ে অংশগ্রহণকারীরা সবাই নিজ নিজ বাসা থেকে সংযুক্ত হবেন। সাংবাদিকরা এই ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে সরাসরি যুক্ত হতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন।

এমএএস/এএইচ /পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।