উপমন্ত্রীর গাড়িতে করে চট্টগ্রামে পৌঁছাল ১৯২০ কিট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ এএম, ১৭ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

করোনা পরীক্ষার জন্য আরও ১৯২০ কিট চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডিতে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বিআইটিআইডিতে পৌঁছায় কিটগুলো।

এর আগে বিকেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নিজে স্বাস্থ্য অধিদফতর থেকে কিটগুলো রি-এজেন্টসহ গ্রহণ করেন। এরপর উপমন্ত্রী তার নিজের গাড়িতে সেগুলো চট্টগ্রামে পাঠান।

উপমন্ত্রী বলেন, আগে চট্টগ্রামে ৯৬০টি কিট পাঠানো হয়েছিল। কিন্তু রি-এজেন্ট না থাকায় তা ব্যবহারে সমস্যা দেখা দেয়। এখন নতুন করে ১৯২০ কিট রি-এজেন্টসহ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে কিটের সংখ্যা কমে আসায় ভবিষ্যতে করোনা পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর মহিবুল হাসান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এ নিয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলেন। পরে বৃহস্পতিবার বিকেলে কিট পাওয়া যায়। তারা চট্টগ্রামের জন্য আরও পাঁচ হাজার কিটের চাহিদপত্র দেন বলে জানা গেছে।

বিআইটিআইডির সহযোগী অধ্যাপক শাকিল আহমেদ বলেন, যা কিট ছিল তা দিয়ে শুক্রবার পর্যন্ত চালানো যেত। এখন নতুন কিট এসে গেছে। আরও অনেক দিন যাবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।