নার্সিং উচ্চ শিক্ষার বিভিন্ন কোর্সের প্রেষণ ও সংযুক্তি বাতিল
দেশে চলমান করোনাভাইরাস সঙ্কট মোকাবিলা এবং হাসপাতালে নার্সিং সেবা বৃদ্ধির জন্য কয়েকটি প্রতিষ্ঠানের
নার্সিং উচ্চ শিক্ষার বিভিন্ন কোর্সের প্রেষণ সংযুক্তি বাতিল করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো- নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের মাস্টার্স ইন নার্সিং সায়েন্স (এম এস এন), পোস্ট বেসিক নার্সিং কলেজ ওবিসি নার্সিং ও বিএসসি পাবলিক হেলথ নার্সিং কোর্স এবং জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (লিপসম) এবং মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিক আক্তার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, দেশে চলমান করোনাভাইরাস সঙ্কট মোকাবিলা এবং হাসপাতালে নার্সিং সেবা বৃদ্ধির জন্য প্রযুক্তি আদেশ বাতিল করা হয়েছে। প্রযুক্তিতে অধ্যায়নরত মাস্টার্স ইন নার্সিং সায়েন্স কোর্সের শিক্ষার্থীদের আগামী ২০ এপ্রিলের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট সেবা তত্ত্বাবধায়ক উপসেবা তত্ত্বাবধায়ককে প্রযুক্তিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের যোগদান নিশ্চিত করে অধিদফতরে ই-মেইলের মাধ্যমে অবহিত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া পৃথক অন্য এক আদেশে দেশে চলমান করোনা সংকট মোকাবিলার জন্য পূর্বপ্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে নার্সিং জনবলের তালিকা প্রস্তুতের জন্য বিভিন্ন নার্সিং কলেজ ইনস্টিটিউটে কর্মরত শিক্ষকদের তালিকা আগামী ২০ এপ্রিলের মধ্যে অধিদফতরে পাঠানোর নির্দেশনা দিয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক।
এমইউ/এমএসএইচ/এমকেএইচ