জেদ্দায় দূতাবাস কর্মকর্তা করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩১ এএম, ১৮ এপ্রিল ২০২০

বাংলাদেশ মিশন জেদ্দায় কর্মরত কাউন্সিলর (শ্রম) মো. আমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশি চার হাজার শ্রমিককে করোনা পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে তিনি মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে, বাংলাদেশের বৈদেশিক মিশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারূকে করোনা-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

জেপি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।