ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে স্ত্রীকে দোকানে রেখে পালালেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৮ এপ্রিল ২০২০

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ি দেখে স্ত্রীকে দোকানে রেখে পালিয়ে গেছেন দোকানদার স্বামী। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচগাও বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে উপজেলার পাঁচগাও বাজারে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে। এ সময় ম্যাজিস্ট্রেট পাঁচগাও ফকির বাড়ি মসজিদের সামনের মুদি দোকানের সামনে গেলে স্ত্রীকে দোকানে রেখে পালিয়ে যান দোকানদার। এতে বিপাকে পড়েন স্ত্রী। পরে ওই দোকানদারের স্ত্রীকে ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, দোকানে মূল্য তালিকা না থাকায় ওই দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ওই সময় দোকান মালিক পালিয়ে গেছেন। দোকানদারের স্ত্রী ছিলেন। তার কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নুপুর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।