এখনও বেশি করে করোনা পরীক্ষা সম্ভব হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৯ এপ্রিল ২০২০

দেশে এখনও বেশি করে করোনাভাইরাস পরীক্ষা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বিষয়ে তার হুবহু বক্তব্য হলো, ‘আমাদের টেস্টিং কিটস এখন ১টি থেকে ২০টি হয়েছে। টেস্টিংটা বেশি করে করা হোক। এখনও আমরা সেই পর্যায়ে যেতে পারিনি। আমাদের টেস্ট আরও বেশি বেশি করা উচিত। এতে রোগী শনাক্ত করতে পারব, তাকে চিকিৎসা দিতে পারব, আইসোলেশনে নিতে পারব, সংক্রমণ রোধ হবে।’

রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার হচ্ছে অনেকগুলো এলাকা থেকে। যার মধ্যে বেশি হয়েছে নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো, গাজীপুর, ময়মনসিংহ এবং কেরানীগঞ্জ। এসব এলাকা থেকে এখনও অনেক লোক বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। তাদের এলাকায় রাখার কাজটি আরও জোরদার করা উচিত। যারা এই দায়িত্বে আছেন, তাদের সেই দায়িত্ব আরও কঠোরভাবে পালন করা প্রয়োজন। কারণ এদের মাধ্যমেই অন্যান্য জেলায় করোনাভাইরাসের রোগী বেড়ে যাচ্ছে।’

ফের টেলিভিশনগুলোকে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি করে প্রচারের আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘দেশের মানুষ ঘরে এখন বন্দিদশা হয়ে আছে। আমি আবারও বলছি, যার ফলে তাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে প্রতিনিয়ত। এই সময় টিভিতে যদি বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করা হয়, তাহলে তাদের মানসিক চাপ কমবে বলে আমি আশা করি।’

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকলে আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ৯১ জন। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪৫৬ জনে।

পিডি/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।