ত্রাণের জন্য বেতনের ৩০ লাখ টাকা দিলেন কেএসআরএম কর্মীরা
প্রাণঘাতী মাহামারি করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষের সহায়তায় এগিয়ে এসেছে কেএসআরএমের কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিষ্ঠানটির সব পর্যায়ের কর্মীরা তাদের বেতনের একটি অংশ ৩০ লাখ টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে প্রদান করেছেন।
রোরবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনের হাতে প্রতীকি চেক হস্তান্তর করা হয়। কেএসআরএমের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে চেক হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম।
এ সময় জেলা প্রশাসক বলেন, দেশের ক্রান্তিলগ্নে কেএসআরএমকে আমরা সবসময় কাছে পেয়েছি। দেশে বা সমাজে আরও যারা বিত্তবান আছেন তাদেরও এভাবে এগিয়ে আসা উচিত। কেএসআরএমের কর্মকর্তা কর্মচারীদের এমন মহানুভবতা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা প্রাপ্ত অর্থ দিয়ে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা দেব।
কেএসআরএমের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম বলেন, আমরা সাধারণ মানুষের দুরবস্থা অনুধাবন করে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসেছি। চেষ্টা করেছি আমাদের বেতন-ভাতার একটি অংশ তুলে দিয়ে জেলা প্রশাসকের হাতকে প্রসারিত ও শক্তিশালী করার। এ পদক্ষেপ আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। অসহায় মানুষের কল্যাণে আমরা সহায়তা করতে পেরে নিজেদের আনন্দিত ও গর্বিত মনে করছি।
এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেকটর (এডিসি) মো. মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, কেএসআরএমের মিডিয়া কর্মকর্তা মিজানুল ইসলাম ও লতিফা রুনা প্রমুখ উপস্থিত ছিলেন।
আবু আজাদ/এমএফ/এমকেএইচ